Monday, December 14, 2009

আধুনিক ইউরোপ গড়তে মুসলমানদের অবদানঃ

আমরা জানি কোন সমাজ কিংবা রাস্ট গড়তে জ্ঞান,বিজ্ঞানের বিকল্প নেই ।ইউরোপীয়ান দেরকে অজ্ঞতার অন্ধকার থেকে জ্ঞানের আলোয় নিয়ে আসতে মুসলমানদের ভূমিকা অনেক বেশি তার কিছু বাস্তব প্রমাণ উল্লেখ করছিঃ
০১- মুসলমানরা ৮০০বছর স্পেন শাসন করেছেন ।এই বিশাল ব্যাপ্তিতে তারা সক্ষম হয়েছিলেন ইসলামি সভ্যতা প্রতিষ্টা করতে । যার ফলে তারা জ্ঞান বিজ্ঞানে সফলতার সাক্ষর রাখেন, তাইতো এখনো ইউরোপিয়ান শিক্ষা প্রতিষ্ঠান সূ্মুহে মুসলমানদের ফালসাফা পডানো হয়।যেমনঃ
*ইমাম ইবনে রুশদ।
*ইমাম গাজ্জালী।
*ইবনে তুফায়েল।
*ইবনে বাযাহ্।
*আল্ কিন্দি।
*আল্ ফারাবী।
*ইবনে সিনা।

আরো অনেকের জ্ঞানের ফসল হলো একবিংশ শতাব্দির ইউরোপ।
বিঃদ্রঃ- যদিও সেকুলারিজম সাদা চামডার গো্লামী করতে গিয়ে এক তরফা মুসলমানদের কে গালী দেয় দোষ ত্রুটি ধরতে প্রতিনিয়ত ব্যস্ত থাকে তবুও বলব দেখ ইউরোপের প্রাচীন(৮০০বছর)শিক্ষা প্রতিষ্ঠান The University of Cambridge কি বলছেঃ

Europe owed its emergence from the Dark Ages in part to the knowledge of science, medicine and mathematics which it learned from the Muslims of Spain and the Levant. Conversely, Middle Easterners have in the last centuries appropriated the technology, science and political ideas of modern Europe.

সুত্রঃhttp://www.ames.cam.ac.uk/dmes/islamic/index.html
চলবে.........